নেত্রকোণার আলো ডেস্ক : আজ শনিবার সকাল সাড়ে
৯টার দিকে নেত্রকোণা
সদর উপজেলার নিউটাউন বিলপাড়স্থ খসরু মিয়া বাসায় জৈনিক অখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসক
পরিচয়ে বাপ্পী নামের একজন প্রতারক ঢাকা থেকে এসে হাজির হয়। খসরু মিয়ার ২য় পুত্র
সন্তান ফাহিম মিয়া একজন বুদ্ধি প্রতিবন্ধী।
উক্ত প্রতারক চিকিৎসক বুদ্ধি
প্রতিবন্ধী ফাহিমকে পাগল বলে মন্তব্য করে। তখন ওই জাগায় উপস্থিত ছিলেন নেত্রকোণা
প্রতিবন্ধী বিষয়ক গবেষক রাজুর বাজার কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ও প্রতিবন্ধী
বিষয়ক বিদ্যালয় সুইট বাংলাদেশে নেত্রকোণা জেলা
শাখার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা। তিনি সঙ্গে সঙ্গে ওই চিকিৎসকে
বলেন- আধুনিক চিকিৎসা বিজ্ঞানে পাগল
বলে কোন শব্দ নেই এবং তার পরিচয় জানতে চাইলে প্রতারক চিকিৎসক
বাপ্পী চৌধুরী নিজেকে আর্য়ুবেদ ভবন-ঢাকা হইতে হাতে কলমে প্রশিক্ষক হাকিম হিসাবে
দাবি করে বলেন, পাগল ফাহিমকে সে ৭ দিনের মধ্যে ভাল করে দিবে পাঁচ হাজার টাকার
বিনিময়ে।